সাম্প্রতিক সংবাদ
- ২০২৩-২০২৪ সেশনের একাদশ শ্রেণিতে ভর্তির নিশ্চয়ন কৃত শিক্ষার্থীদের ২৬/০৯/২০২৩ হতে ০৫/১০/২০২৩ পর্যন্ত ভর্তি কার্য়ক্রম চলবে।
- ২০২২-২০২৩ সেশনের একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির তালিকা প্রকাশ করা হয়েছে ।
- তেরশ্রী কলেজের একাদশ শ্রেণীর ১ম সাময়িক পরিক্ষার ফলাফল প্রকাশ ।
- ১৪-02-2022 তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় কোভিড ১৯ এর ২য় ডোজ টিকা গ্রহণ সংক্রান্ত ।
বৃটিশ শাসন আমলে মানিকগঞ্জ মহুকুমা শহর থেকে প্রায় ২০ কিমি: দুরবর্তী, শিক্ষা-সংস্কৃতি ও রাজনীতিতে অগ্রসরমান হিন্দু অধ্যূষিত ঐতিহ্যবাহী তেরশ্রীতে প্রথম কলেজ হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে মানিকগঞ্জবাসী ১৯৪২ সালে প্রতিষ্ঠা করেন ,যা তেরশ্রী কলেজ,মানিকগঞ্জ নামে প্রতিষ্ঠিত। স্বনামধন্য ডাক্তার মন্মথ নাথ নন্দী (ডাক্তার এম.এন.নন্দী),তেরশ্রী স্টেটের সাবেক জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধূরীসহতেরশ্রী এলাকার শিক্ষানুরাগী হিতৈষী ব্যক্তিগনের অক্লান্ত প্রচেষ্টায় এই কলেজটিপ্রতিষ্ঠিত হয়।
১৯৭১ সালের ২২ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মনিকগঞ্জের শিক্ষার আলোক বর্তিকা হিসাবে পরিচিত ঐতিবাহী তেরশ্রী এলাকার শিক্ষা-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক রাজনীকে ধবংস করার পূর্বপরিকল্পনায় স্থানীয় স্বাধীনতা বিরোধী মহলের গভীর স্বর-যন্ত্রে পাক-সেনাদের লেলিয়ে দিয়ে গ্রাম-বাজার সহ বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে তেরশ্রী কলেজ আঙ্গিনা ও আশপাশ এলাকায়...read more
মো: নুরুল ইসলাম
আলহাম্দুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে লক্ষ-কোটি শুকরিয়া যে, মহান রাব্বুল আল-আমীন আমাকে মানিকগঞ্জ মহুকুমার প্রথম স্থাপিত কলেজ,তেরশ্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে বসার তাওফিক দিয়েছেন। তেরশ্রী কলেজের মত ঐতিহ্যবাহী কলেজের অধ্যক্ষ পদের সুমহান দায়িত্ব পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। বৃটিশশাসন আমলে শিক্ষার দিক দিয়ে অন্ধকারাচ্ছন্ন দেশে অত্র এলাকার শিক্ষানুরাগী জনগন শিক্ষার আলোকবর্তিকা হিসেবে পরিচিত তেরশ্রী জনপদে তৎকালীন মানিকগঞ্জ মহুকুমার প্রথম কলেজ হিসেবে ১৯৪২ সালে স্থাপিত হয় তেরশ্রী কলেজটি। যদিও কলেজটি পরবর্তীতে মানিকগঞ্জ মহুকুমা সদরে স্থানান্তরিত করা হয়। এলাকার শিক্ষানুরাগী জনগণ ১৯৬৫ সালে পুনরায় কলেজ স্থাপন করেন। এটি ও মানিকগঞ্জ মহুকুমার দ্বিতীয়...read more
খঃ ফারহানা ইয়াছমীন
তেরশ্রী কলেজ
তেরশ্রী,ঘিওর,মানিকগঞ্জ।
Email: terosreecollege5807@gmail.com
মোবাইল. ০১৩০৯-১১০৯২৯, ০১৭১৬-৩৬৭৬৯২