বৃটিশ শাসন আমলে মানিকগঞ্জ মহুকুমা শহর থেকে প্রায় ২০ কিমি: দুরবর্তী, শিক্ষা-সংস্কৃতি ও রাজনীতিতে অগ্রসরমান হিন্দু অধ্যূষিত ঐতিহ্যবাহী তেরশ্রীতে প্রথম কলেজ হিসাবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে মানিকগঞ্জবাসী ১৯৪২ সালে প্রতিষ্ঠা করেন ,যা তেরশ্রী কলেজ,মানিকগঞ্জ নামে প্রতিষ্ঠিত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধুর পারিবারিক চিকিৎসক স্বনামধন্য ডাক্তার মন্মথ নাথ নন্দী (ডাক্তার এম.এন.নন্দী),তেরশ্রী স্টেটের সাবেক জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধূরীসহতেরশ্রী এলাকার শিক্ষানুরাগী হিতৈষী ব্যক্তিগনের অক্লান্ত প্রচেষ্টায় এই কলেজটিপ্রতিষ্ঠিত হয়।
১৯৭১ সালের ২২ নভেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মনিকগঞ্জের শিক্ষার আলোক বর্তিকা হিসাবে পরিচিত ঐতিবাহী তেরশ্রী এলাকার শিক্ষা-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক রাজনীকে ধবংস করার পূর্বপরিকল্পনায় স্থানীয় স্বাধীনতা বিরোধী মহলের গভীর স্বর-যন্ত্রে পাক-সেনাদের লেলিয়ে দিয়ে গ্রাম-বাজার সহ বাড়ি-ঘর জ্বালিয়ে পুড়িয়ে তেরশ্রী কলেজ আঙ্গিনা ও আশপাশ এলাকায় হামলা চালিয়ে তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান ও তেরশ্রী ষ্টেটের সাবেক প্রজাহিতৈষী জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী সহ ৪৩ জন নিরপরাধ গ্রামবাসীকে প্রকাশ্যে দিবালোকে বেয়নেট চার্জ করে,গুলি করে,জ্বালিয়ে-পুড়িয়ে জঘন্য ও নির্মমভাবে হত্যা করে।প্রতিবছর ২২শে নভেম্বর দিনটি তেরশ্রী গণ- হত্যা ও ট্রাজেডি দিবসহিসেবে পালিত হয়।শহীদের স্মরণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ২০১২ সনে নিকটেই একটি মহান মুক্তিযুদ্ধে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এছাড়াও কলেজ আঙিণায় প্রতিবছর মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পক্ষকাল ব্যাপি মুক্তিযুদ্ধের বিজয়মেলা অনুষ্ঠিত হয়।
তেরশ্রী কলেজের নিজস্ব জায়গার পরিমান প্রায় ১০.০০ একর। কলেজ আঙ্গিণায় একটি সুবিশাল খেলার মাঠসহ একটি বিশাল পুকুর ও একটি লেক আছে।অসংখ্য বড় বড় কাঠ ও ফলজ বৃক্ষের সমাহার যা পরিকল্পিত ভাবে রোপণ করা হয়েছে। প্রাকৃতিক শোভা মন্ডিত সবুজে ঘেরা এক নয়নভিরাম পরিবেশে দর্শনীয় স্থানে এবং ঢাকা-মানিকগঞ্জ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে এই কলেজটি অবস্থিত।বর্তমানে কলেজটির ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ১,০০০। অত্র কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা এবং বিএম শাখায় তিনটি ট্রেডসহ তক পাসকোর্সে বিএ/বিবিএস কোর্স চালু আছে। ১টি মসজিদ,২টি বিশাল পুকুর,১৮টি দোকান বিশিষ্ট মার্কেট, ১টি ছাত্রাবাস,অধ্যক্ষ কোয়ার্টারসহ ১টি টিনশেড বিল্ডিং,২টি দ্বিতল একাডেমিক ভবণ,একটি নব-নির্মিত ৪তলা বিশিষ্ঠ সুরম্য আইসিটি ভবণ এ কলেজে রয়েছে। ২০১৯ সালের এইচ.এস.সি.পরীক্ষায় জেলার সর্বোচ্চ ফলাফল অর্জন করে। খেলাধূলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বেশ কয়েকবার জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।ক্রীড়া ও সংস্কৃতিক অঙ্গণে অত্র কলেজটি জেলার শ্রেষ্টত্বের দাবীদার।
সাংস্কৃতিক অঙ্গণেও তেরশ্রী কলেজের অতীত ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কলেজ প্রতিষ্ঠা লগ্নে বাংলাদেশ ফোক্লোর সোসাইটির মাধ্যমে হারামণি মজলিশ নামে নিয়মিত লোক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতো। উক্ত অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ব্যাক্তিবর্গ ; যেমন- ডঃ মুহম্মদ শহীদুল্লাহ, শিল্পাচার্য় জয়নুল আবেদীন, অধ্যাপক মনসুর উদ্দিন, কাজী মোতাহার হোসেন, অল-ইন্ডিয়া কংগ্রেস সভাপতি ড: ভবেশ নন্দী, ডঃ আশরাফ সিদ্দিকী, ডঃ আনিসুজ্জামান, ভয়েজ অব আমেরিকার প্রতিনিধিএবং বরেণ্য আলোক-চিত্র শিল্পী প্রমূখ অংশগ্রহণের জন্য অত্র কলেজে আগমন করেন।
ভৌত অবকাঠামো
Copyright © তেরশ্রী কলেজ
Design & Developed by : Atomsoft