অধ্যক্ষ

মো: নুরুল ইসলাম

মো: নুরুল ইসলাম

আলহাম্দুলিল্লাহ। মহান আল্লাহর দরবারে লক্ষ-কোটি শুকরিয়া যে, মহান রাব্বুল আল-আমীন আমাকে মানিকগঞ্জ মহুকুমার প্রথম স্থাপিত কলেজ,তেরশ্রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে বসার তাওফিক দিয়েছেন। তেরশ্রী কলেজের মত ঐতিহ্যবাহী কলেজের অধ্যক্ষ পদের সুমহান দায়িত্ব পেয়ে আজ আমি নিজেকে ধন্য মনে করছি। বৃটিশশাসন আমলে শিক্ষার দিক দিয়ে অন্ধকারাচ্ছন্ন দেশে অত্র এলাকার শিক্ষানুরাগী জনগন শিক্ষার আলোকবর্তিকা হিসেবে পরিচিত তেরশ্রী জনপদে তৎকালীন মানিকগঞ্জ মহুকুমার প্রথম কলেজ হিসেবে ১৯৪২ সালে স্থাপিত হয় তেরশ্রী কলেজটি। যদিও কলেজটি পরবর্তীতে  মানিকগঞ্জ মহুকুমা সদরে স্থানান্তরিত করা হয়। এলাকার শিক্ষানুরাগী জনগণ ১৯৬৫ সালে পুনরায় কলেজ স্থাপন করেন। এটি ও মানিকগঞ্জ মহুকুমার দ্বিতীয় কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এছাড়া এই কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে একাধিকবার মেধা তালিকায় স্থান করে নিয়েছে। অবিভক্ত ভারত কংগ্রেজ সভাপতি ড: ভবেশনন্দী, ড: মুহাম্মদ শহীদুল্লা,শিল্পাচার্য জয়নুল আবেদীনসহ আনেক দেশবরেণ্য ব্যক্তিগনের আগমন ঘটেছে এ কলেজে। এছাড়া ১৯৭১সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ২২শে নভেম্বর তেরশ্রীর শিক্ষিত জনপদে কাকডাকা ভোরে পাক-হানাদার বাহিনী অতর্কিত হামলা চালিয়ে তেরশ্রী কলেজের প্রাণপ্রিয় অধ্যক্ষ আতিয়ার রহমান স্যার, তেরশ্রী ষ্টেটের জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধূরীসহ ৪৩জন স্বাধীনতা কামী নিরপরাধ জনগণ নৃসংশ ভাবে শহীদ হন। এতে নি:সন্দেহে বলা যায় মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত এ কলেজটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কলেজটির লেখাপড়ার মান সর্বদাই খুব ভাল। নতুন অধ্যক্ষ হিসাবে আমার প্রথম  কাজ হচ্ছে,আধূনিক মানসম্মত শিক্ষাব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা প্রদানের মাধ্যমে, প্রকৃত মানুষ করে গড়ে তোলা। শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি। পরিশেষে সকলের নিকট দোয়াচাই, মহান রাব্বুল আল-আমীন যেন কলেজটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমাকে তাওফিক দেন।  আল্লাহ-হাফেজ।

মোঃ নুরুল ইসলাম 

অধ্যক্ষ

তেরশ্রী কলেজ

তেরশ্রী,ঘিওর,মানিকগঞ্জ।