সভাপতি

অমিনুল ইসলাম

অমিনুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক  ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। আমরা জানি তেরশ্রী  ডিগ্রী কলেজটি ১৯৪২ সালের জাতির জনক বঙ্গবন্ধুর পারিবারিক চিকিৎসক ডা: এম.এন.নন্দী (মন্মৎ নাথ নন্দী) সহ এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিগণের ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন মানিকগঞ্জ মহকুমার তেরশ্রী  গ্রামে সর্বপ্রথম তেরশ্রী কলেজ মানিকগঞ্জ নামে স্থাপিত হয় । পরবর্তীতে কলেজটি মহকুমা সদরে স্থানান্তরিত হয়ে দেবেন্দ্র কলেজ নামকরণ করা হয়। অর্থাৎ দেবেন্দ্র কলেজটি তেরশ্রী কলেজের স্থানান্তর ও নামান্তর মাত্র। এলাকার বিদ্যোৎসাহী গণ্যমান্য ব্যাক্তিগণের প্রচেষ্টায় ১৯৬৫ সালে পুন:রায় তেরশ্রী কলেজ স্থাপিত হয়। তেরশ্রী কলেজটি প্রায় ১২ একর জায়গা নিয়ে গ্রামীন নয়নাভিরাম পরিবেশে সুরম্য অবকাঠামোর উপরে  দাড়িয়ে। বর্তমান ছাত্র-ছাত্রীদের সংখ্যা প্রায় ১,২০০ । এ  কলেজের যোগ্য, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী  একাগ্রচিত্তে কর্তব্য ও দায়িত্ব পালনে বদ্ধপরিকর। বিগত ৩ (তিন) সালে এইচ.এস.সি পরীক্ষার  ফলাফল মানিকগঞ্জের শীর্ষ কলেজগুলোর মধ্যে স্থান করে নিয়েছে । খেলাধূলা ও সংস্কৃতিতে  কলেজটি এগিয়ে । ১৯৭১ সালের ২২ শে নভেম্বর  পাকহানাদার বাহিনী শিক্ষার আলোকবর্তিকা হিসেবে পরিচিত তেরশ্রী কলেজ আঙ্গিণায়  পরিকল্পিত হামলা চালিয়ে কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান সহ স্বাধীনতাকামী  নিরপরাধ ৪৩ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে । এ কলেজে অবিভক্ত ভারত কংগ্রেস সভাপতি ড: ভবেশনন্দী, ড: মুহাম্মদ শহীদুল্লাহ, শিল্পাচার্য জয়নুল আবেদীন, অধ্যাপক মনসুর আহম্মেদ , মোতাহার হোসেন চৌধুরী সহ অনেক দেশবরেণ্য ব্যক্তিগণের আগমন ঘটেছে ।

সভাপতি হিসেবে আমার প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ কলেটিকে আরও এগিয়ে নিয়ে যাব , যাতে তেরশ্রী ডিগ্র ী কলেজ বাংলাদেশের প্রতিষ্ঠিত কলেজের সারিতে স্থানলাভ করতে পারে।  এ জন্য  আমি  সংশিষ্ট সকলের সহযোগিতা  ও দোয়া কামনা করি।

আমিনুল ইসলাম,

সভাপতি 

তেরশ্রী কলেজ পরিচালনা পরিষদ

তেরশ্রী কলেজ।

ও 

উপজেলা নির্বাহী অফিসার,

ঘিওর, মানিকগঞ্জ।